প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সামাজিক দূষণ: হানিফ সংকেত

শেয়ার করুন           চীন থেকে আসা অ্যাপ ‘টিকটক’ যেন চীন থেকে আসা করোনার মতোই আমাদের এখানে ‘সমাজদূষণ ভাইরাস ছড়াচ্ছে। এই অ্যাপটি প্রতিভাবান ও প্রতিভাহীন যে কাউকে কনটেন্টভেদে খুব সহজেই পরিচিত করতে পারে। পেশাদার ক্যামেরা, শব্দযন্ত্র, কারিগরি দক্ষতা, নির্মাণ ব্যয়, সময়ক্ষেপণ, অভিনয়শৈলী কোনো কিছু ছাড়াই ইন্টারনেটে মানুষের দৃষ্টি আকর্ষণের সহজ পথ দেখিয়েছে এই চায়নিজ অ্যাপটি। প্রয়োজন শুধু একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ। টিকটকের একটি তথ্যমতে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষ টিকটক ব্যবহার করছে। ডাউনলোড চার্টের শীর্ষেও রয়েছে এই টিকটক। সহজ বিনোদনের এই মাধ্যমটিতে অনেকেই নিজ ভাষার বদলে হিন্দি ভাষায় ঠোঁট মেলাচ্ছে, অভিনয় … Continue reading প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সামাজিক দূষণ: হানিফ সংকেত